মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ঢাকায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

তিন দিনের সফরে গতকাল গত রাতে ঢাকায় এসেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ। আজ সকালে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক হবে।

এ ছাড়া তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এ সফরে অন্যান্য ইস্যুর মধ্যে আগামী মার্চ বা এপ্রিল মাসে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ সলিহর সম্ভাব্য ঢাকা সফরের বিষয়ে আলোচনা হবে।

সূত্র জানায়, আজকের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনায় অভিবাসন, দ্বিপক্ষীয় বাণিজ্য, কানেকটিভিটি ও আঞ্চলিক সহযোগিতার মতো বিষয় প্রাধান্য পাবে।

এ সফরে বাংলাদেশ থেকে মালদ্বীপে মানবসম্পদ প্রেরণ এবং বাংলাদেশ ও মালদ্বীপের কূটনীতিকদের প্রশিক্ষণবিষয়ক সহযোগিতার বিষয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

এ ছাড়া মৎস্যসম্পদ উন্নয়ন ও গভীর সাগরে মাছ ধরা, কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতাবিষয়ক যৌথ কমিশন, দ্বৈত কর প্রত্যাহার, বন্দীবিনিময় চুক্তিসহ আরও কিছু সমঝোতা স্মারক চূড়ান্তকরণসহ অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়ে সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করা হবে।

সর্বশেষ খবর