abcdefg
news || Bangladesh Pratidin

শিরোনাম
করোনায় নিউইয়র্কে মৃত বাংলাদেশিদের দেওয়া হবে দাফনের খরচ করোনায় নিউইয়র্কে মৃত বাংলাদেশিদের দেওয়া হবে দাফনের খরচ

করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে মৃত আড়াই শতাধিক বাংলাদেশিসহ সব মার্কিনির লাশ দাফন বাবদ প্রত্যেকের পরিবারকে সর্বোচ্চ ৭ হাজার ডলার করে অনুদান দেওয়া হবে। মার্কিন সিনেটের লিডার নিউইয়র্কের সিনেটর চাক শ্যুমার এবং কংগ্রেসে খেটে খাওয়া মানুষ তথা অভিবাসীদের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত নিউইয়র্কের কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ সোমবার এ তথ্য জানিয়েছেন। করোনা স্টিমুলাস আইনে দুর্যোগ-তহবিল খাতে বরাদ্দ ২ বিলিয়ন ডলার থেকে নিউইয়র্ক পাবে ২৬০ মিলিয়ন। সে অর্থ ব্যয় হবে করোনায় মৃতদের দাফন খরচ বাবদ। এ অর্থ পেতে আবেদনের সঙ্গে করোনায় আক্রান্ত হয়েই মারা গেছেন তার সনদ এবং দাফন-কাফনের যাবতীয় ব্যয়ের ফর্দ জমা দিতে হবে স্বজনদের। গত বছরের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মৃতের স্বজনরা আবেদন করবেন। তবে করোনা অব্যাহত থাকায় মৃত্যুবরণের এ সময়সীমা বাড়ানোর জন্য তারা চেষ্টা করছেন বলে জানিয়েছেন দুই জনপ্রতিনিধি। এ প্রসঙ্গে…

সর্বশেষ খবর