রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আজ সুন্দরবন দিবস

খুলনায় নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

আজ সুন্দরবন দিবস

আজ ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০১ সাল থেকে সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে। ওই বছর বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথমবার জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়। এবারও সুন্দরবন দিবসের মূল অনুষ্ঠানটি হবে খুলনায়। বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে রূপান্তর এর উদ্যোগে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জানা যায়, সুন্দরবনে রয়েছে ৫ হাজার প্রজাতির উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও বিভিন্ন প্রজাতির মাছ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর