রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নির্বাচন পরিস্থিতি নিয়ে ওয়ার্কার্স পার্টির হতাশা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের নির্বাচন পরিস্থিতির ক্রমাবনতিতে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।  গতকাল অনুষ্ঠিত পার্টির কেন্দ্রীয় কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে গৃহীত প্রস্তাবে এই হতাশা ও ক্ষোভ প্রকাশ করা হয়। প্রস্তাবে বলা হয়, নির্বাচনের ওপর রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনের নিয়ন্ত্রণ দূর করার জন্য বর্তমানের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৪ দল ৩৩-দফা নির্বাচনী সংস্কার প্রস্তাব উত্থাপন করেছিল, তার ফলেই ২০০৮ সালে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছিল। কিন্তু বর্তমান নির্বাচন কমিশনের অধীনে তার যে অধঃপতন ঘটেছে, এভাবে চলতে থাকলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ পরিপূর্ণ বিপর্যয়ের মুখে পড়বে। ক্ষমতাসীন দলসহ সব রাজনৈতিক দলই অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। সভায় সভাপতিত্ব করেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। প্রস্তাবনা উত্থাপন করেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

সভায় যেসব স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে এবং এপ্রিলে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তাতে যাতে সব দল সঠিকভাবে অংশগ্রহণ করতে পারে এবং জনগণ যাতে ভোট প্রদান করতে পারে তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সর্বশেষ খবর