রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন : মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। হেনরি কিসিঞ্জারের বোটমলেস বাস্কেট বক্তব্য মিথ্যা প্রমাণ করে আমরা আজ স্বয়ংসম্পূর্ণ হয়েছি। কৃষিবিদ দিবস উপলক্ষে গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভায় তিনি একথা বলেন। এ উপলক্ষে সন্ধ্যায় আতশবাজি উৎসব হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে কৃষি ও কৃষিবিদবান্ধব সরকার থাকবে। তা না হলে কানসার্টে কৃষকদের গুলি করার মতো ঘটনা ঘটবে। উপেক্ষিত হওয়ার মতো পরিস্থিতি আসবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, কৃষি খাতকে উন্নত করতে বঙ্গবন্ধু কৃষিবিদদের সরকারি চাকরিতে প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছিলেন। তারই সুফল আজ বাংলাদেশের মানুষ পাচ্ছে। আওয়ামী লীগের আরেক যুগ্ম সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকের বন্ধু। যারা কৃষিবিদদের ভিতের বিভক্তি সৃষ্টির চেষ্টা করে তারা শেখ হাসিনা সরকারের উন্নয়ন চায় না, ভালো কিছু চায় না। বিভক্তি দূর করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি কৃষিবিদ ড. শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষিবিদ ড. মির্জা এ জলিল, কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স, কৃষক লীগ সভাপতি সমীর চন্দ প্রমুখ।

সর্বশেষ খবর