বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভাতা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন মুক্তিযোদ্ধাদের

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ৩০০ থেকে পর্যায়ক্রমে বাড়িয়ে সোমবার ২০ হাজার টাকা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ  কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির নেতারা। গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, আমৃত্যু মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বের প্রতি অবিচল থাকবেন। বিবৃতিদাতারা হলেন- মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগ নেতা সফিকুল বাহার মজুমদার টিপু, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবদুল হাই ও এম এ রশীদ, সাবেক যুগ্ম মহাসচিব আলহাজ শরীফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ি বীরপ্রতীক, বাহার উদ্দিন রেজা বীরপ্রতীক, মোশাররফ হোসেন, কমান্ডার মো. আবুল ফয়েজ, এম এ জলিল, মোজ্জামেল হক মিলন, মো. আবদুর রব, আবুল হোসেন বাংগাল ও হুমায়ুন শাহরিয়ার। এ ছাড়া বিদেশ থেকে অভিনন্দন জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মো. আবুল হাসেম।

সর্বশেষ খবর