শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

জাবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গেরুয়া এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাত শিক্ষার্থী। জানা যায়, ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় গেরুয়া বাজারে শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেন স্থানীয়রা। এরপর রাত সাড়ে ৭টার দিকে শুরু হয় জাবি শিক্ষার্থীদের ওপর হামলা। জাবি শিক্ষার্থীদের যেখানে পাওয়া যাবে সেখানেই তাদের ওপর আক্রমণ করার জন্য মাইকিংও করা হয় স্থানীয় মসজিদের মাইক থেকে। আকস্মিক হামলায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে যার যার ভাড়া বাসায় আশ্রয় নেয়। স্থানীয়রা এসব বাসার সামনে অবস্থান নিয়ে তাদের অবরুদ্ধ করে রাখে। সর্বশেষ রাত সাড়ে ৯টায় অবরুদ্ধ শিক্ষার্থীদের বের করে আনতে গেরুয়ার প্রবেশমুখে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অবস্থান নেন। এ সময় গেরুয়াবাসী এবং জাবি শিক্ষার্থীদের মধ্যে ইট-পাটকেল ছোড়াছুড়ি চলে। মাত্র ১৫-২০ জন পুলিশ ঘটনাস্থলে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় গেটের বাইরে আমার প্রক্টর এবং নিরাপত্তা কর্মীদের কিছু করার নেই।

পুলিশ মোতায়েনের জন্য ঢাকাসহ বিভিন্ন জায়গায় কথা বলছি আমি। শিক্ষার্থীদের শান্ত হতে বলেছি। তাদের বাসায় পাঠিয়ে দিতেও বলেছি। কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছে, প্রচুর শিক্ষার্থী বাসাভাড়া নিয়ে গেরুয়ায় অবস্থান করছে। এমন পরিস্থিতির পর তারা কেউই এখানে আর নিরপদ নয়। অবিলম্বে হল খুলে দেওয়ার দাবি তুলছেন তারা।

সর্বশেষ খবর