শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

টঙ্গীতে নারীকে পিটিয়ে হত্যা

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীর গাছা থানাধীন ৩৭ নং ওয়ার্ডে কুনিয়া পাছর এলাকায় মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহর বাড়িতে মোবাইল চোর সন্দেহে এস নাহার (৪০) নামে এক নারীকে হাত পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই নারী টঙ্গীর নোয়াগাঁও রেলস্টেশন  কলোনির নাসিরের বাড়ির ভাড়াটিয়া। নিহতের স্বামী হোসেন আলী জানান, তার স্ত্রী একজন মানসিক রোগী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার সলিমগঞ্জ থানার লিলিহান গ্রামে। সামছুনাহার ওরফে এস নাহার স্থানীয় একটি জুটের দোকানে মাঝে মাঝে কাজ করতো। সে তার বোনকে খুঁজতে সকাল সাড়ে ৭টায় কুনিয়া পাছর গ্রামে গেলে আওয়ামী লীগের এক নেতার নির্দেশে চোর আখ্যা দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়। জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ওই মহিলা আওয়ামী নেতা শহীদুল্লাহর ষষ্ঠতলার ভাড়া বাসার সিঁড়িতে উঠানামা করছিলেন। এ সময়  উপস্থিত ভাড়াটিয়ারা এবং বাড়ির মালিক শহীদুল্লাহকে বিষয়টি ফোন করে জানালে তার নির্দেশে লোকজন মহিলার হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়ে তাকে গুরুতর আহত করে। পরে  গাছা থানা পুলিশ মহিলাকে উদ্ধার করে তায়রুনেছা মেমোরিয়াল হাসপাতাল, পরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান।  সেখানে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাড়ির মালিক শহীদুল্লাহ ওই নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন,  মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়লে স্থানীয় লোকজন তাকে গণধোলাই দেয়। এস আই শরিফুল বলেন, মহিলাকে চোর সন্দেহে গণধোলাই দেয় স্থানীয় লোকজন। এতে তিনি মারা যান।

সর্বশেষ খবর