শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

গাউছুল আজম সম্মেলনে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা

চট্টগ্রাম নগরীর বায়েজিদে গতকাল বাদজুমা অনুষ্ঠিত গাউছুল আজম সম্মেলনে মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাগতিয়া দরবার শরীফের মোরশেদ অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী। সম্মেলনে হাজার হাজার নবীপ্রেমিক অংশ নেন। প্রধান অতিথি তার ভাষণে আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে সবুর ও শোকর অবলম্বনের ওপর গুরুত্বারোপ করে বলেন, ইসলামের ইতিহাসে আল্লাহ ও রসুলের পথে-মতে যারা নিজেদের আত্মনিয়োগ করেছিলেন তাদের সাবাই সংকটের সম্মুখীন হয়ে সবুর ও শোকরের চর্চা করেছেন। তবে সুখের বিষয় ছিল ওই কঠিন পরীক্ষা ও মুসিবতের সময় আল্লাহর দয়া সব সময় তাদের সঙ্গে ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নূর খাঁন, প্রফেসর ড. জালাল আহমদ, সিটি ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সাহেদ ইকবাল বাবু, কাউন্সিলর মুহাম্মদ মোবারক আলী ও অধ্যক্ষ আল্লামা মুছলেহ উদ্দিন আহমদ মাদানী। বক্তৃতা করেন হাফেজ মাওলানা মুহাম্মদ আবু বকর, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন, মুহাম্মদ সালাউদ্দীন, মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী প্রমুখ। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর