রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্রে সজাগ থাকার আহ্বান কৃষিমন্ত্রীর

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, স্বাধীনতাবিরোধীদের দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আলজাজিরার প্রতিবেদন সেই ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। শেখ হাসিনাকে ছোট করতে এবং দেশকে অস্থিতিশীল করতে এ ষড়যন্ত্র। এ থেকে  আমাদের সজাগ ও সচেতন থাকতে হবে, স্বাধীনতা বিরোধীরা যেন আর কখনো ক্ষমতায় না আসতে পারে। গতকাল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কেন্দুয়া গাংপাড় ফসল মাঠে হাইব্রিড বোরো ধানের সমলয় চাষাবাদ, হাতিবান্ধা বিলের জলাবদ্ধতা নিরসনে ভূগর্ভস্থ পাইপলাইন উদ্বোধন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ আসাদুল্লাহ। বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল ইসলাম, বিএডিসির চেয়ারম্যান সায়েদুল ইসলাম, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবির, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। অন্যদের মধ্যে ধনবাড়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কৃষক ফজলুল হক, তোজাম্মেল হোসেন বক্তৃতা করেন।

সর্বশেষ খবর