সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

‘বাংলাকে উচ্চ মর্যাদায় নিতে অপসংস্কৃতির আগ্রাসন রুখতে হবে’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, বাংলাকে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে অপসংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঐক্যজোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, অমর একুশের চেতনা বাঙালি জাতির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৪৮ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের ব্যাপারে ছাত্রদের উদ্বুদ্ধ করেছেন। তার দিকনির্দেশনায় পরিচালিত হয়েছে ভাষা আন্দোলন। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে আমাদের মাতৃভাষাকে সমুন্নত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতিসংঘে বাংলায় ভাষণ দেন। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বাংলা ভাষার ব্যবহার বাড়ছে, বিশ্বময় বাংলা ভাষা ছড়িয়ে পড়ছে।

সর্বশেষ খবর