শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দেশে সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে : খেলাফত

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দেশে সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। নৈতিক অবক্ষয়ের কারণে পরিবার ভেঙে যাচ্ছে। হত্যা, ধর্ষণ, পৈশাচিক নির্যাতন বেড়েই চলছে। ঘুষ, দুর্নীতি দেশের অর্থনীতিকে গ্রাস করে ফেলেছে। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। ইসলামী ও নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর সাবেক সভাপতি শেখ গোলাম আসগর (রহ.) এর ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিফাত হোসেন মালিকের সভাপতিত্বে, তাওহীদুল ইসলাম তুহিন ও মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুর জলিল প্রমুখ।

 মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, শেখ গোলাম আসগর (রহ.) ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ ও কর্মবীর নেতা ছিলেন। তিনি ছাত্রজীবন থেকে শুরু করে আমৃত্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। নিজ দলের বাইরেও অন্যান্য ইসলামী দলের নেতা-কর্মীদের সঙ্গে তার ছিল হৃদ্যতাপূর্ণ সম্পর্ক।  তাই হঠাৎ করে তার চলে যাওয়া সবাইকে ব্যথিত করেছে।

সর্বশেষ খবর