শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নারায়ণগঞ্জে নয় ভাষা সৈনিককে সংবর্ধনা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের পত্নী সালমা ওসমান লিপি বলেছেন, মনুষ্যত্বকে পুঁজি করে ধর্মকে বিশ্বাস করে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। কোনো প্রকার বাধা বিপত্তিকে মাথায় না রেখে দেশ ও জনকল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে হবে। ভালো কর্ম যুগের পর যুগ মানুষকে বাঁচিয়ে রাখে।

গতকাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের ২৩ নং ওয়ার্ডের হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত ভাষাসৈনিকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুজাহিদ কবীর মৃধা পিয়াসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা প্রমুখ।

 শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান প্রমুখ।

অনুষ্ঠানে যে ৯ জন ভাষাসৈনিককে সংবর্ধনা দেওয়া হয়েছে তার মধ্যে মরণোত্তর ৮ জন হলেন মফিজুল ইসলাম, হাজী আশেক আলী মৃধা, শফিউল্লাহ মৃধা, হাজী মো. হাসান, আহসান উল্লাহ মৃধা, ফুলমিয়া চৌধুরী, আলাউদ্দিন, ইউনুস খান। জীবিত হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ এম এ আসগর।

সর্বশেষ খবর