মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ০০:০০ টা

শ্রমিকনেতা রুহুল আমিন কারাগারে, মুক্তি দাবিতে খুলনায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও পাটকল রক্ষায় আন্দোলনের শ্রমিকনেতা রুহুল আমিনের মুক্তি দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে খুলনা প্রেস ক্লাবের সামনে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে একই সঙ্গে গ্রেফতার কার্টুনিস্ট কিশোর ও সাত ছাত্রনেতার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা আদালত চত্বরে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়।

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য, খুলনা সমন্বয়ক রুহুল আমিনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় শুক্রবার রাতে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। পরে শনিবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধনে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের নেতা আলমগীর কবিরের পরিচালনায় বক্তৃতা করেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, জাতীয় মুক্তি কাউন্সিলের খুলনা জেলা সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ লেখক শিবির খুলনার সাধারণ সম্পাদক বরকত আলী, চলচ্চিত্র নির্মাতা মিহির কান্তি মন্ডল, শ্রমিকনেতা আলমগীর হোসেন, মোশাররফ হোসেন, নিয়াজ মুর্শিদ দোলন প্রমুখ।

সর্বশেষ খবর