শনিবার, ৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

আদালত থেকে হাতকড়া নিয়ে পালানো আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

আদালতে তোলার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায় খুন ও ডাকাতিসহ আট মামলার আসামি হারুন অর রশিদ সুমন। পালিয়ে যাওয়ার প্রায় দুই সপ্তাহ পর তাকে ফের গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্র জানায়, ভোলার লালমোহন উপজেলায় বাড়ি হারুন অর রশিদ সুমনের। মায়ের সঙ্গে দীর্ঘদিন মিসরে থাকলেও দেশে ফিরে মাদক, হত্যা ডাকাতিসহ নানা অপরাধে হাত পাকানো সুমন কিশোর গ্যাং গড়ে তোলে। আশপাশের মানুষকে নিয়ন্ত্রণে ভয়ের পরিবেশ তৈরি করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ওয়ালে দিয়ে রাখত অবৈধ অস্ত্র ও নির্যাতনের ছবি। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়ার সময় প্রিজনভ্যান থেকে নামার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায় সুমন। এ ঘটনায় সাময়িক বরখাস্ত হন আট পুলিশ সদস্য। কোতোয়ালি থানায় একটি মামলাও হয়।

কৌশলে পালিয়ে যাওয়ার পর টঙ্গী, এরশাদনগর ও চান্দুরা এলাকায় অবস্থান করছিল পলাতক আসামি সুমন। সর্বশেষ এক সপ্তাহ ধরে অবস্থান করছিল গাজীপুরের সোহাগ পল্লী মার্কেটের পাশে বনের ভিতর। প্রযুক্তির সহায়তায় শেষ পর্যন্ত গত ৩ মার্চ কুখ্যাত সুমনকে গ্রেফতার করে ডিবি পুলিশের লালবাগ বিভাগ। তদন্তে নেমে তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ অন্তত ৮টি মামলার খবর পায় পুলিশ। এ ছাড়া সুমনের ফেসবুক অ্যাকাউন্ট তদন্ত করে সাধারণ মানুষকে নির্যাতন, অবৈধ অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ। গতকাল তিনি বলেন, গ্রেফতারের পরই সুমনকে আমরা কোতোয়ালি থানায় হস্তান্তর করেছি।

সর্বশেষ খবর