শনিবার, ৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে

--------- খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, বিরোধী রাজনৈতিক দল ও মতের সভা-সমাবেশের ওপর বিধিনিষেধ আরোপ করে সরকার দেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।

 মাওলানা মোহাম্মদ ইসহাক আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের মাধ্যমে নাগরিকদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। সভা-সমাবেশের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে, হামলা, মামলা দিয়ে সরকার তাদের একদলীয় শাসনকে প্রলম্বিত করতে চায়। কিন্তু জনগণ বেশি দিন চুপ করে থাকবে না। বৈঠকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে খেলাফত মজলিসের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়।

সর্বশেষ খবর