রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

‘ভেষজ ওষুধ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব’

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ হারবাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে গতকাল সাভারে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা বলেন, ভেষজ ওষুধ ও পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. আলমগীর মতির সভাপত্বিতে সেমিনারে বক্তব্য রাখেন সাভার পৌরসভার মেয়র আলহাজ আবদুল গণি, বাণিজ্য মন্ত্রণালয় ও কো-অর্ডিনেটর, বিপিসি (যুগ্ম সচিব) মো. আবদুর রহিম খান, মডার্ন হারবাল গ্রুপের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খন্দকার ফরহাদ হোসেন ও সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. সোহেল রানা প্রমুখ। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর