সোমবার, ৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

করোনায় সুস্থতার হার ৯৭, মৃত্যু ৩ শতাংশ

প্রতিদিন ডেস্ক

সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মৃত্যুর হার ৩ শতাংশ। এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৬ লাখ অতিক্রম করেছে। আর সুস্থ হয়েছেন ৯ কোটি ২৭ লাখ ১২ হাজার ৪৬ জন। সূত্র: ওয়ার্ল্ডোমিটার। গতকাল সকাল পর্যন্ত করোনায় শনাক্তের সংখ্যা ছিল ১১ কোটি ৭১ লাখ ৪৩ হাজার ৮৭ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ২৬ লাখ ১ হাজার ১৬৪ জন। আক্রান্ত অবস্থায় ছিলেন ২ কোটি ১৮ লাখ ২৯ হাজার ৮৭৭ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল ছিল। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সর্বপ্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর যথাক্রমে ভারত, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স,  স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি রয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা যান ১ হাজার ৫১৫ জন, ব্রাজিলে ১ হাজার ৪৯৮ জন, মেক্সিকোতে ৭১২ জন, রাশিয়ায় ৪৪১ জন, ইতালিতে ৩০৭ জন, পোল্যান্ডে ২৪৫ জন, পেরুতে ১৯০ জন, জার্মানিতে ১৭৩ জন, ফ্রান্সে ১৭০ জন, যুক্তরাজ্যে ১৫৮ জন, ভারতে ৯৮ জন।

এই ২৪ ঘণ্টায় বিশ্বে মোট মারা যান ৭ হাজার ৭৪০ জন এবং নতুন করে করোনায় আক্রান্ত হন ৪ লাখ ৫ হাজার ৬৫৬ জন।

সর্বশেষ খবর