বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ ০০:০০ টা

ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশে সরকার কাজ করছে : আমু

ঝালকাঠি প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এমপি বলেছেন, বঙ্গবন্ধু বিসিক প্রতিষ্ঠা করেছিলেন এবং তাঁর জন্ম শতবার্ষিকীতে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা তাৎপর্যপূর্ণ। বর্তমান সরকার বাংলাদেশের শিল্প বিনিয়োগ বিভিন্ন দেশে আগ্রহ সৃষ্টি করায় বিসিককে সম্প্রসারণ করে বিনিয়োগ চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে তৈরি করা হচ্ছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের পাশাপাশি এসএমই পণ্য বিনিয়োগ পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় এই শিল্প বিকাশে কাজ করছে সরকার। তিনি গতকাল বিকেলে বিসিক শিল্প নগরী এলাকায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী  উপলক্ষে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা প্রশাসক জোহর আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ সরদার মো. শাহআলম প্রমুখ           উপস্থিত ছিলেন।

 জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ঝালকাঠি  চেম্বার অব কমার্স সভাপতি সালাহ্ উদ্দিন আহমেদ সালেক, অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে বিসিক ঝালকাঠির উপ-ব্যবস্থাপক সাফাউল করীম স্বাগত বক্তব্য রাখেন। মেলায় ৭০টি স্টলে ক্ষুদ্র ও কুটির শিল্পের উৎপাদিত পণ্য এবং এসএমই পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। বিসিকের আয়োজনে জেলা প্রশাসন সহযোগিতা করেছে।

সর্বশেষ খবর