সোমবার, ১৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

আবরার হত্যায় নির্দোষ দাবি ২২ আসামির

নিজস্ব প্রতিবেদক

আবরার হত্যায় নির্দোষ দাবি ২২ আসামির

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে গ্রেফতার ২২ আসামি নিজেদের নির্দোষ দাবি করেছেন। এরপর সাফাই সাক্ষীর জন্য আগামী ৩১ মার্চ দিন ধার্য করেছে আদালত।  গতকাল আত্মপক্ষ সমর্থনে ২২ আসামিই নিজেদের নির্দোষ দাবি করেন। এরপর আসামি মেহেদী হাসান রাসেল, মেফতাহুল ইসলাম জিওন ও ইশতিয়াক আহমেদ মুন্না সাফাই সাক্ষী দেবেন বলে আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আসামিদের আবেদন মঞ্জুর করে ওই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আবু আবদুল্লাহ ভূইয়া জানান, এ মামলায় মোট ৪৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ নভেম্বর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন এবং এর বাইরে তথ্য-প্রমাণের ভিত্তিতে আরও ছয়জন জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন এবং এজাহারের বাইরে থাকা ছয়জনের মধ্যে পাঁচজনসহ মোট ২২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। পলাতক রয়েছেন তিনজন। অভিযোগপত্রে ৬০ জনকে সাক্ষী করা হয়েছে এবং ২১টি আলামত ও আটটি জব্দ তালিকা আদালতে জমা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর