সোমবার, ১৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

পি কে হালদারের বান্ধবীকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

রিলায়েন্স ফাইন্যান্স এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, বিদেশে পলাতক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সহযোগী ও বান্ধবী অবন্তিকা বড়ালকে আবারও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে সকালে অবন্তিকা বড়ালকে কাশিমপুর কারাগার থেকে দুদকে আনা হয়। দুদকের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, পি কে হালদারের ঘনিষ্ঠ সহযোগী অবন্তিকা বড়ালকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ৪ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন অবন্তিকাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে হাজির করেন। ওইদিন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ অবন্তিকাকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন। গত ১৩ জানুয়ারি ধানমন্ডির ১০ নম্বর সড়কের একটি বাসা থেকে দুদকের তদন্ত কর্মকর্তা ও উপ-পরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বে একটি টিম অবন্তিকাকে গ্রেফতার করে। অভিযোগ রয়েছে, ২০১৬ সালে ৪ কোটি ৩৫ লাখ টাকায় ধানমন্ডির ১০ নম্বর রোডে প্রায় তিন হাজার বর্গফুটের ফ্ল্যাট গিফট করেন পি কে হালদার।  পি কে হালদারকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হয়েছে। তার মা লীলাবতী হালদারসহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর