শিরোনাম
সোমবার, ১৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

করোনা পরিস্থিতি সাফল্যের সঙ্গে মোকাবিলা করছে বাংলাদেশ : মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বাংলাদেশে করোনা ভ্যাকসিন কার্যক্রম, বাংলাদেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি বলেন, বাংলাদেশ কভিড-১৯ পরিস্থিতি সফলতার সঙ্গে মোকাবিলা করছে। করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে। সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গতকাল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিশ্বব্যাপী কভিড-১৯ মহামারী বিপর্যয়ের বিষয়টি তুলে ধরে বলেছেন, টিকা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে এ সংকট উত্তরণ ঘটাতে হবে। তিনি বলেন, বাংলাদেশের নারীরা অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। একাদশ জাতীয় সংসদে ৭৩ জন নারী এমপি রয়েছেন। নারী উদ্যোক্তারাও পিছিয়ে নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর