শনিবার, ২০ মার্চ, ২০২১ ০০:০০ টা

আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ঢাকা অরফানেজ সোসাইটি’ সনাতন সম্প্রদায়ের অনাথ আশ্রমের  শিশুদের হাতে উন্নতমানের বস্ত্র, খাবার ও করোনাভাইরাস সুরক্ষা সামগ্রী তুলে দিয়েছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। শুক্রবার রাজধানীর ফরাশগঞ্জের ‘ঢাকা অরফানেজ সোসাইটি’তে তৃতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান আলহাজ একেএম রহমতুল্লাহর সভাপতিত্বে এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. সাহিদ, দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, ফরাশগঞ্জ অরফানেজের সোসাইটির ট্রাস্টি শ্রী কাজল দেবনাথ, ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য হাশেম রেজা, আখলাকুর রহমান মাইনু, প্রফেসর কামরুজ্জামান লাবু, ডা. হেদায়াতুল ইসলাম বাদল, মুজাফফর হোসেন জমদ্দার প্রমুখ।

মো. মিজানুর রহমান খান, মো. আব্দুল বারেক, মো. মিজানুর রহমান খান বিদ্যুত, আকাশ জয়ন্ত গোপসহ অন্যরা।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১৭ মার্চ থেকে ৮টি বিভাগীয় শহর, টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ায় দোয়া মাহফিল ও প্রার্থনা সভা এবং এতিমদের মাঝে উন্নতমানের বস্ত্র, খাবার ও করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণের জন্য চার দিনের কর্মসূচি গ্রহণ করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর