রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা

শাল্লার ঘটনা অনভিপ্রেত : আমির হোসেন আমু

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, পরিকল্পিতভাবে দেশে-বিদেশে বাংলাদেশের অসাম্প্রদায়িক ভাবমূর্তি ক্ষুণের ষড়যন্ত্র করা হচ্ছে। শাল্লার ঘটনা অনভিপ্রেত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল ১৪ দল আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কেন্দ্রীয় ১৪ দল নেতা ডা. ওয়াজেদুল ইসলাম খান, ইসমাইল হোসেন, ডা. শাহাদাৎ হোসেন, জাকির হোসেন, মোসাহেদ আহমেদ প্রমুখ।

আমির হোসেন আমু বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে।  ‘১৫ আগস্ট, ২১ আগস্ট যারা ঘটিয়েছে, তারাই আবার সাম্প্রদায়িক উসকানি দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্টের পরিবেশ তৈরি করছে। সরকারের উচিত এ অপশক্তির অপতৎপরতা প্রতিহত করা।

রাশেদ খান মেনন বলেন, শাল্লার ঘটনাকে জলমহালের বিরোধ হিসেবে সামনে আনা হচ্ছে। আমি জানি না, অলিখিত হুকুম দেওয়া আছে কি না যে, হেফাজতের নাম বলা যাবে না! হেফাজত নেতা মামুনুল হক ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে উসকানিমূলক বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। পুলিশ বলেছিল, প্রকাশ্যে সভা করতে পারবে না। অথচ তারা সারা দেশে নির্বিঘ্নে সভা-সমাবেশ-বক্তৃতা করছে।

হাসানুল হক ইনু বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট মহান নেতাকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তান পন্থার দিকে নিয়ে যাওয়া হয়। মোস্তাক ও জিয়াউর রহমানরা সতেচনভাবে বিশ^াসঘাতকতার মধ্যদিয়ে বাংলাদেশকে পাকিস্তান পন্থায়, সাম্প্রদায়িকতার পন্থায় নিয়ে গিয়েছিল। তাদেরই এক্সটেনশন হচ্ছে আজকের খালেদা-তারেক, বিএনপি-জামায়াত।

সর্বশেষ খবর