সোমবার, ২২ মার্চ, ২০২১ ০০:০০ টা

সুনামগঞ্জে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় শান্তি পরিষদের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ শান্তি পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। গতকাল এক বিবৃতিতে শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু এবং সাধারণ সম্পাদক মো. শাহজাহান খান বলেন, গত ১৭ মার্চ সুনামগঞ্জের শাল্লায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সন্ত্রাসীদের হামলায় শান্তি পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন। একটি স্বার্থান্বেষী মহল যেভাবে ধর্মীয় উন্মাদনাকে কাজে লাগিয়ে দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বর্বর হামলা চালাচ্ছে এবং সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছে তার পরিণতি ভয়াবহ।

এ হামলা আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল চেতনার ওপরও আঘাত। নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার যথাযথ তদন্ত,  দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আক্রান্তদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন।

সর্বশেষ খবর