সোমবার, ২২ মার্চ, ২০২১ ০০:০০ টা

জ্বালানি গবেষণা সমৃদ্ধ করা যেতে পারে

-ড. তৌফিক-ই-ইলাহী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ-বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, দেশ-বিদেশের প্রযুক্তি সহযোগিতা নিয়ে জ্বালানি গবেষণাগার সমৃদ্ধ করা যেতে পারে। সব গবেষণা ঢাকাকেন্দ্রিক না করে গবেষণার কাজ ঢাকার বাইরেও প্রসারিত করা যেতে পারে। গতকাল অনলাইনে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর উদ্যোগে ‘এ প্রোপোজাল টু সেটআপ বাংলাদেশ ন্যাশনাল রিনিউএবল এনার্জি ল্যাবরেটরি (বিএনআরইএল)’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, এই গবেষণা কাজের মধ্য দিয়ে জ্বালানি গবেষণাগার শিক্ষাবিদ, গবেষক, বিজ্ঞানীসহ অংশীজনদের একত্রে কাজ করার পরিবেশ তৈরি করবে।

 এটি দেশি-বিদেশি অংশীজন ও গবেষকদের মাঝে নেটওয়ার্ক তৈরি করবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি এবং ফিজিক্যাল সায়েন্স স্কুলের ডিন ড. সৈয়দ ইসলাম। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান জাকিয়া সুলতানার সভাপতিত্বে ভার্চুয়াল এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইনসহ অন্যরা সংযুক্ত থেকে বক্তব্য দেন।

সর্বশেষ খবর