মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

আচারের বয়ামে ১০ হাজার পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তেঁতুলের আচারের বয়ামে লুকিয়ে পাচারের সময় প্রায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সৌদি আরবগামী এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি)। ওই যাত্রীর নাম রাকিব হোসেন। গতকাল ভোরে বিমানবন্দর বহির্গমন টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। রাকিবের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে।

এএপির অতিরিক্ত এসপি (অপারেশন্স) মো. আলমগীর হোসেন শিমুল জানান, ভোরে গালফ এয়ারের (জিএফ ২৫১) একটি ফ্লাইটে ঢাকা থেকে বাহরাইন হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল রাকিবের। বহির্গমন টার্মিনালে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা আচারের বড় দুটি বয়ামে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। রাকিবসহ অন্যদের বিরুদ্ধে মাদক আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। রাকিব পুলিশকে জানিয়েছেন, একটি ট্রাভেল এজেন্সির কর্মকর্তা নাজমুল তাকে ইয়াবাসহ আচারের বয়াম দিয়েছেন। নাজমুলকেও এ মামলায় আসামি করা হয়েছে।

সর্বশেষ খবর