শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

নলকূপে পানি উঠছে না, খুলনায় হাহাকার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

গরমের শুরুতেই খুলনা মহানগরজুড়ে পানির সংকট দেখা দিয়েছে। ভূর্গভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক স্থানে নলকূপে পানি উঠছে না। খাবারসহ নিত্যব্যবহার্য কাজেও পানি পাচ্ছেন না নগরবাসী। একই অবস্থা খুলনার রূপসা, দাকোপ, কয়রাসহ উপকূলীয় এলাকায়। বহুদূর পথ হেঁটে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। গত দুই সপ্তাহ ধরেই চলছে এ সংকটাবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, পানির অপরিমিত ব্যবহার এবং মনুষ্যসৃষ্ট ও প্রাকৃতিক বিপর্যয়ই বর্তমান পানি সংকটের অন্যতম কারণ। এখনই সচেতন না হলে ভবিষ্যতে এই অবস্থা চরম আকার ধারণ করবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ জানান, কয়েক বছরে নগরীর ৯০ শতাংশ বহুতল ভবনে উৎপাদক নলকূপ (সাবমার্সিবল পাম্প) বসানো হয়েছে।

 এতে সামান্য সময়ে বহুগুণ বেশি পানি উত্তোলন হওয়ায় মাটির নিচের একটা স্তরে শূন্যতা তৈরি হচ্ছে। ফলে ভূর্গভস্থ পানির সংকটে এখন গভীর নলকূপেও পানি উঠছে না।

বেসরকারি সংস্থা অ্যাওসেড ও খুবির গবেষণা প্রতিবেদন অনুযায়ী, খুলনা সিটির ১, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ৭, ১০, ১১, ১২, ১৪, ১৫, ১৭, ১৯, ২১, ২৩ ও ২৯ নম্বর ওয়ার্ড এলাকায় পানির স্তর বর্তমানে গড়ে প্রায় ২৫ ফুট নিচে নেমে গেছে। জানা যায়, কয়েকদিন ধরে নগরীর গোবরচাকা, সোনাডাঙ্গা, বসুপাড়া, ফরাজিপাড়া, মির্জাপুর, বাইতিপাড়া, টুটপাড়া, বসুপাড়া, পশ্চিম বানিয়াখামার এলাকায় ওয়াসার লাইনে পানি পাওয়া যাচ্ছে না। পানির অভাবে এখানকার মানুষ চরম বিপাকে পড়েছেন।

এ ব্যাপারে খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন আহমেদ জানান, গরমের শুরুতে ভূর্গভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক এলাকার মানুষ পানি পাচ্ছেন না। ওয়াসার নিজস্ব নলকূপে পানি উত্তোলনের পরিমাণও কমেছে। বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।  

সর্বশেষ খবর