শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ঢাকা রংপুর চিড়িয়াখানা ও বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গতকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। গতকাল চিড়িয়াখানা বন্ধের এ সিদ্ধান্ত গ্রহণ করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপস্থিতির মাধ্যমে যাতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে না পারে সেজন্য ২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়াধীন জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ রাখার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

এদিকে, গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের ইন্দ্রপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছেন পার্ক কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যায় পার্ক বন্ধের বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির। তিনি জানান, সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সাফারি পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর