শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

৭০ লাখ টাকার সোনাসহ বিমানের কর্মচারী আটক

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭০ লাখ টাকার সোনাসহ বাংলাদেশ বিমানের এক কর্মচারীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস (ডিসিএইচ)। তার নাম ঝন্টু চন্দ্র বর্মণ। তিনি বাংলাদেশ বিমানে এয়ারক্রাফট টেকনিশিয়ান হেলপার হিসেবে কর্মরত আছেন। গতকাল দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটে সোনাগুলো পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১৬০ গ্রাম। ডিসিএইচের এআরও শফিকুল ইসলাম রাসেল জানান, গতকাল দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ৫০৪৬) ঢাকায় আসে।

 গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের ভিতর থাকা এয়ারক্রাফট টেকনিশিয়ান হেলপার ঝন্টু চন্দ্র বর্মণকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তিনি প্রথমে বিমানে সোনা থাকার কথা অস্বীকার করেন। পরে ব্যাপক জিজ্ঞাসাবাসে তিনি বিমানের ২১/সি সিটের হাতলের ভিতর সোনা থাকার বিষয়ে স্বীকার করেন। ওই হাতলের ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা সোনা উদ্ধার করা হয়। চোরাচালানের অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর