শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করছে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটি

নিজস্ব প্রতিবেদক

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করা এবং জনসচেতনতা বাড়াতে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। এর ধারাবাহিকতায় গত কয়েকদিনে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটিকে, গোপালগঞ্জ শহর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, খুলনা জেলা, ময়মনসিংহ জেলা, সুনামগঞ্জের শাল্লা, রংপুরের পীরগঞ্জ, রংপুর বিভাগীয় শহর, সাতক্ষীরার কলারোয়া, ঢাকার আজিমপুর এতিমখানা, ফরাশগঞ্জের অরফানেজ সোসাইটি, তেজগাঁয়ের বটমলি অরফানেজ হোমস, সবুজবাগস্থ ঢাকা বৌদ্ধরাজিক মহাবিহারে ১ লাখ উন্নতমানের সার্জিক্যাল মাস্ক, কাপড়ের মাস্ক বিতরণ করা হয়। এ ছাড়াও এসব স্থানে বিশেষ ধরনের কেমিক্যালযুক্ত এন্টিসেপটিক সাবানও বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, গত বছর করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছিলাম। দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর আবার কার্যক্রম জোরদার করেছি। ইতিমধ্যে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটিকে এবং বিভিন্ন জেলা-উপজেলা আওয়ামী লীগ নেতাদের হাতে এমনকি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করছি। প্রয়োজনে খাদ্য সামগ্রীও বিতরণ করব।

সর্বশেষ খবর