শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

উইঘুরে নির্যাতন বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রোহিঙ্গাদের চেয়ে উইঘুর মুসলমানদের ওপর বেশি নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করে তা বন্ধে জাতিসংঘকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে ‘আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ’। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত উইঘুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে আলোচনা এবং ‘উইঘুরের কান্না’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

আয়োজক সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি মুফতি ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউসিটিসি ইউনিভার্সিটির অধ্যাপক ড. বেলাল নুর আজিজী, সংসদের চেয়ারম্যান আল্লামা সদরুদ্দীন মাকনুন, মুফতি তানজিল আমীর, ইয়াসিন হাবিব, মাওলানা আ ন ম আহমদ উল্লা, মাওলানা ওসমান কাসেমী প্রমুখ।

বক্তারা বলেন, চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিমদের ওপর বর্বর নির্যাতন চালানো হলেও মুসলিম বিশ্ব এ বিষয়ে এখনো নীরব রয়েছে। উইঘুরে নির্যাতন বন্ধে প্রয়োজনে সৌদি আরব, তুরস্ক, মিসরসহ বিভিন্ন দেশের দূতাবাসে স্মারকলিপি দেওয়া হবে। প্রয়োজনে জাতিসংঘের প্রতিনিধি দলকে জিনজিয়াং প্রদেশে যাওয়ার অনুমতি দিতে হবে।

সর্বশেষ খবর