শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

জাতীয় পরিচয়পত্র কর্তৃপক্ষের ভুলে ভাতা বঞ্চিত মুক্তিযোদ্ধা

জাতীয় পরিচয়পত্র কর্তৃপক্ষের ভুলে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন না হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বিসাউড়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. মুসলিম মিয়া। হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও কাজ হচ্ছে না। বার্ধক্যজনিত কারণে নানা জটিল রোগে ভুগছেন ও মানবেতর জীবনযাপন করছেন এ মুক্তিযোদ্ধা। মো. মুসলিম মিয়ার পিতা হেফাজত উল্লা উরফে এবাদত উল্লা। জাতীয় পরিচয়পত্রে ভুলবশত জন্ম তারিখ ২৭ জুলাই ১৯৫২ সালের স্থলে ২৭ জুলাই ১৯৬২ সাল হওয়ায় মুক্তিযোদ্ধা ভাতা আটকে যায় মুসলিম মিয়ার। মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদত্ত স্মারকে ৩ নম্বর বহিতে ৪৫৯ ক্রমিকে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। উৎস ৮৮৬/২০০০.১৩৩।

জানা যায়, মো. মুসলিম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-কসবা সীমান্তে কমান্ডার হামিদুর রহমান ও সেকেন্ড কমান্ডার বর্তমান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেন। মুসলিম মিয়া-ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার গকুলনগর (মেঘনা-৪৫৯) ক্যাম্পে প্রশিক্ষণ নেন। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর