রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

আইইউবির নতুন উপ-উপাচার্য নিয়াজ আহমেদ খান

আইইউবির নতুন উপ-উপাচার্য নিয়াজ আহমেদ খান

আগামী চার বছরের জন্য ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) নতুন উপ-উপাচার্য হিসেবে ১ এপ্রিল যোগ দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান, ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র একাডেমিক অ্যাডভাইজর, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র একাডেমিক অ্যাডভাইজর ও বাংলাদেশ ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান। নিয়াজ আহমেদ খান ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চশিক্ষা গ্রহণ ও গবেষণা করেছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের ওপর লব্ধ অভিজ্ঞতা তাঁর পেশাগত দক্ষতাকে সমৃদ্ধিশালী করেছে। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর