সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ডিপিডিসির ভ্রাম্যমাণ সেবা নিয়েছেন ২৯৪৫ জন গ্রাহক

নিজস্ব প্রতিবেদক

মুজিববর্ষ উপলক্ষে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ডিপিডিসি)’র ভ্রাম্যমাণ বিদ্যুৎ সেবা নিয়েছেন প্রায় তিন হাজার (২৯৪৫) জন গ্রাহক। গ্রাহকের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য গত ১৮ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত ১২ দিনব্যাপী ভ্রাম্যমাণ বিদ্যুৎ সেবা প্রদান করে ডিপিডিসি। ভ্রাম্যমাণ বিদ্যুৎ সেবার অংশ হিসেবে বৈদ্যুতিক দুর্ঘটনা সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে গুরুত্ব দিয়ে প্রচারণা চালানো হয়েছে। এ ছাড়াও সুসজ্জিত তিনটি ভ্রাম্যমাণ ভ্যানে ডিপিডিসির ৩৬টি এনওসিএস বিভাগে গ্রাহকদের তাৎক্ষণিক সেবা দেওয়া হয়।

গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভ্রাম্যমাণ সেবাকেন্দ্র থেকে অনলাইনে নতুন সংযোগ সংক্রান্ত সেবা ২১৫৩টি, লোডবৃদ্ধি ৪২টি, মিটার পরিবর্তন ৩২৫টি, বিল সংক্রান্ত ৭২টি, ট্যারিফ পরিবর্তন ৩৬টি, নাম/ঠিকানা পরিবর্তন ১৬০টি, প্রি-পেইড সংক্রান্ত সেবা ৫৪টি এবং ১০৩টি অন্যান্য সেবা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর