সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা বাণিজ্য চালু রাখার ব্যবস্থা করুন

-ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, লকডাউনের নামে সাধারণ মানুষকে কর্মহীন করে বিপর্যস্ত করা যাবে না। মানুষ এমনিতেই করোনার কারণে দীর্ঘ এক বছর যাবত বিপর্যস্ত অবস্থায় আছে। তাই সতর্কভাবে স্বাস্থ্যবিধি মেনে সব ব্যবসা-বাণিজ্য, মিল-কারখানা খোলা রাখার ব্যবস্থা করতে হবে।গতকাল বিকালে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের মজলিসের আমেলার জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপস্থিত ছিলেন মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় নেতা খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।

 

সর্বশেষ খবর