মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
তামাকপণ্যের ওপর গবেষণা

জর্দা-গুলের কর আহরণে প্রধান বাধা অনিয়ন্ত্রিত উৎপাদন ব্যবস্থা

দেশে ধোঁয়াবিহীন তামাকপণ্য জর্দা ও গুল যারা উৎপাদন করছে তাদের নিয়ন্ত্রণ করার মতো সুষ্ঠু ব্যবস্থা নেই। গতকাল এক ওয়েবিনারে উপস্থাপিত গবেষণার ফল থেকে এই তথ্য পাওয়া যায়। ওয়েবিনারের আয়োজক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহসানিয়া মিশন, উবিনীগ, ভয়েস ও প্রজ্ঞা। গবেষণাটি পরিচালনা করা হয় ‘ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের (সিটিএফকে)’ সহায়তায়। গবেষণার ফল উপস্থাপনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদ। এতে দেখা যায় দেশে ৪৩৫টি জর্দা কারখানা এবং ৪৮টি গুল কারখানার মধ্যে মাত্র ২১৮টি জর্দা ও গুল কারখানা কর দিয়ে থাকে। জর্দা ও গুল কারখানায় মোট মাসিক গ্রস টার্নওভারের পরিমাণ ২ কোটি ৭০ লাখ টাকা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিটিএফকে বাংলাদেশ-এর লিড পলিসি অ্যাডভাইজর মোস্তাফিজুর রহমান। আলোচনায় অংশ নেন মারিয়া জি কারমোনা, বন্দনা শাহ ও এনবিআরের বিভিন্ন কর্মকর্তা। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর