মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সিনিয়র সচিব হলেন ড. জাফর উদ্দীন

নিজস্ব প্রতিবেদক

সিনিয়র সচিব হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করা হয়। তিনি ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য।

ড. জাফর ২০০৮ সালে ফিলিপিন্সের ইউনিভার্সিটি অব ইস্ট থেকে ব্যবসা প্রশাসনে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি ২০০০ সালে যুক্তরাজ্যের আলস্টার ইউনিভার্সিটি থেকে সরকারি আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন এবং ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

ড. জাফর উদ্দীন সিনিয়র সচিব হিসেবে পদাধিকার বলে বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ অ্যারোমা টি কোম্পানির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের সহসভাপতি এবং ভোক্তা অধিকার পরিষদ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ খবর