বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
সোনারগাঁয়ে হেফাজতের তান্ডব

ক্ষতস্থান দেখতে আওয়ামী লীগের প্রতিনিধি দল যাচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁর একটি রিসোর্টে নারীসহ আটক হেফাজতের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে ছাড়িয়ে নিতে ওই রিসোর্টসহ কয়েকটি বাড়িঘর, গাড়ি ভাঙচুর, সন্ত্রাসের তান্ডবলীলায় ক্ষতস্থান পরিদর্শনে যাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আজ আওয়ামী লীগের পাঁচ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল এই স্থান পরিদর্শন করবে। প্রতিনিধি দলের সদস্যরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। প্রতিনিধি দলের সদস্য এস এম কামাল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সম্প্রতি হেফাজতের নেতা মাওলানা মামুনুল হকের নারীসহ আটকের খবর ছড়িয়ে পড়লে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতা-কর্মী তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য সোনারগাঁও রিসোর্টে গিয়ে ব্যাপক ভাঙচুর, সন্ত্রাসের তান্ডবলীলা চালায়। লাঠিসোঁটাধারী হাজার হাজার হেফাজতকর্মী সোনারগাঁও রিসোর্টে ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর, স্থানীয় সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটিয়েছে।

ক্ষতস্থান ও ক্ষতিগ্রস্তদের দেখতে আমরা আজ সরেজমিন পরিদর্শনে যাব। তাদের সঙ্গে কথা বলব।

সর্বশেষ খবর