বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

দোকান খুলতে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

নিজস্ব প্রতিবেদক

সরকার ঘোষিত চলমান বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট একটা সময়ের জন্য আজ বৃহস্পতিবার  থেকে দোকান খোলা রাখার অনুমতি চেয়ে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ তথ্য নিশ্চিত করে সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধানমন্ত্রীর দফতরের স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখতে অনুরোধ জানিয়েছি। এর আগে ৩ এপ্রিল বিধিনিষেধে পাইকারিভাবে পণ্য বিক্রি করতে দিনে ৫ ঘণ্টা দোকান খোলা রাখার সুযোগ দিতে সরকারের কাছে আবেদন জানান ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রীকে দেওয়া ওই চিঠিতে হেলাল উদ্দিন বলেন, চিঠিতে সরকারের কাছে আমরা সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাইকারি মার্কেটগুলো খোলা রাখার জন্য অনুরোধ করেছি। কারণ পাইকারিভাবে পণ্য বিক্রি না হলে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকেও সাধারণ মানুষ পণ্য পাবে না।

চিঠিতে বলা হয়েছে, গতবারের মতো এবারও যদি মার্কেট বন্ধ থাকে তাহলে বিলাসী পণ্য বিশেষ করে ঈদের জামা কাপড়, কসমেটিকস ব্যবসায়ীরা মাঠে মারা যাবেন। আপাতত এসব পণ্যের পাইকারি মার্কেট খোলা রাখার অনুমতি চাই আমরা। কারণ এখনো এসব পণ্যের খুচরা বিক্রি শুরু হয়নি, পাইকারি পর্যায়ের বিক্রি চলছে। তাই আমরা দৈনিক ৫ ঘণ্টা ব্যবসা করার জন্য সুযোগ চাই।

সর্বশেষ খবর