বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রাজধানীতে চারজনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন- মুগদায় তনিমা রহমান নেহা (২০), যাত্রাবাড়ীতে শিউলি বেগম (৩৬), নিউমার্কেটে গোলাম মোস্তফা (৬০) ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রফিকুল ইসলাম (৬০)। মৃত নেহার বাবা এম মিজানুর রহমান বলেন, তারা দক্ষিণ মুগদা এলাকায় থাকেন। গত ২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয় তার মেয়ে নেহা। কিন্তু পীরক্ষায় অকৃতকার্য হয়। তারপর থেকে সে হতাশাগ্রস্ত ছিল। ঢাবি ও ডেন্টালে ভর্তির জন্যও চেষ্টা করছিল। কিন্তু নেহার মাথায় কাজ করছিল কেন সে মেডিকেলে চান্স পেল না। এই ক্ষোভ থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় সবার অগোচরে সাততলার বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে নেহা। গতকাল দুপুরে যাত্রাবাড়ীর সায়েদাবাদে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে পথচারী শিউলির মৃত্যু হয়েছে। মৃতের বোন শাহনাজ বেগম জানান, শিউলি একটি এনজিওতে চাকরি করতেন। দুপুরে সমিতির টাকা কালেকশনের জন্য বাসা থেকে বের হন। ফকির গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ছয়তলা নির্মাণাধীন ভবনের তৃতীয়তলা থেকে মাথায় ইট পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিউলির স্বামী দেলোয়ার হোসেন একজন চায়ের দোকানদার। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরে। সায়েদাবাদের আর কে চৌধুরী গলিতে পরিবার নিয়ে থাকতেন শিউলি। তিনি এক সন্তানের জননী। গতকাল সকালে নিউমার্কেট নীলক্ষেতে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক মোস্তফার মৃত্যু হয়েছে। পথচারী শিপু হালদার জানান, নিউমার্কেট সংলগ্ন রাস্তায় আজিমপুরগামী ঠিকানা পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং চালক মোস্তফা আহত হন।

 পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি রামপুরা টিভি সেন্টার এলাকায় থাকতেন।

এদিকে গতকাল সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ বোধ করেন কারাবন্দী রফিকুল। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার এসআই অজয় কুমার পাল জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীনের উপস্থিতিতে রফিকুলের ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ঢাকার কদমতলী থানার মিনারবাগের বাসিন্দা রফিকুল।

সর্বশেষ খবর