শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সোনারগাঁয়ে মামুনুল হক কান্ডে আরও তিন মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করার জের ধরে হামলা, ভাঙচুর ঘটনায় হেফাজতের নেতা-কর্মীদের আসামি করে আরও তিনটি মামলা হয়েছে। প্রত্যেক মামলায় মামুনুল হককে প্রধান আসামি করা হয়েছে। মামলার বাদীরা হলেন- সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনির বাবা হাজী শাহ জামাল তোতা ও মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাছির উদ্দিন। এর মধ্যে রফিকুল ইসলাম নান্নু বাদী হয়ে ১২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে গতকাল মামলাটি করেন। অন্যদিকে একই দিন নাছির উদ্দিন বাদী অন্য মামলাটি দায়ের করেন।

সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ রনির বাড়িতে হত্যার উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরের অভিযোগে তার বাবা হাজী শাহ জামাল তোতা বাদী হয়ে বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে আরেকটি মামলা দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এসআই ইয়াউল এ তথ্য জানান। তবে তিনি নাছির উদ্দিনের দায়ের করা মামলার আসামির সংখ্যা জানাতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, তিনটি নতুন মামলার বাদীরা তিনজনই আওয়ামী লীগের।

প্রসঙ্গত, এর আগে মামুনুল কান্ডে পুলিশ বাদী হয়ে দুটি ও সাংবাদিককে মারধর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর