বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রাজধানীতে লরিতে কাভার্ড ভ্যানের ধাক্কা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মুগদায় লরির সঙ্গে সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক মো. রাজন (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় লরিটিকে জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছে। সোমবার রাত ১টায় আনোয়ার ইস্পাতের লরিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যান চালক নিহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ঢামেক সূত্র জানায়, রাজন কাভার্ড ভ্যানের চালক। মুগদা টিটি পাড়া মোড়ের সামনে থাকা আনোয়ার ইস্পাতের লরি হঠাৎ ব্রেক করে। এতে লরিতে সজোরে কাভার্ড ভ্যানের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই রাজন মারা যান। রাজন নারায়ণগঞ্জে থাকত। তিনি লক্ষীপুর সদরের ফজর আলীর ছেলে। মুগদা থানার এসআই মো. মোজাম্মেল হোসেন জানান, কাভার্ড ভ্যানটি পেছন থেকে লরিটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তখন চালক ভিতরে ছিল, বের করার মতো কোনো অবস্থা ছিল না।

পরে ফায়ার সার্ভিস এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। লরিটি আমরা জব্দ করেছি। তবে চালক পালিয়ে গেছে। এদিকে সোমবার রাত দেড়টায় রাজধানীর সোনারগাঁও মোড়ে ট্রাকের ধাক্কায় সজীব (১৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছে। প্রথমে তাকে আহত অবস্থায় রাত ২টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, গাজীপুরের জয়দেবপুর উপজেলার পূর্বচন্দনায় থাকতেন সজীব। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইলের কাটলিপাড়া এলাকায়।

সর্বশেষ খবর