শিরোনাম
শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সপ্তাহভিত্তিক পাঠ পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারীর কারণে ঘাটতি মেটাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সপ্তাহভিত্তিক অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। লকডাউন শেষ হলে পরদিন থেকেই এই পাঠ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। গতকাল প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। অফিস আদেশে সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই সুপারিনটেনডেন্ট ও উপজেলা/থানা শিক্ষা অফিসারদের পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।

করোনাকালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাড়ির কাজ দিতে জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ) এই ‘অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা, ২০২১’ প্রণয়ন করেছে।

সর্বশেষ খবর