সোমবার, ৩ মে, ২০২১ ০০:০০ টা

সিলেটে পানির জন্য মধ্যরাতে অবরোধ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

খাবার পানির জন্য সিলেট নগরীর সোনারপাড়ায় বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। শনিবার মধ্যরাতে সিলেট-তামাবিল সড়ক অবরোধ ও টায়ারে আগুন জে¦লে তারা বিক্ষোভ করেন। বিক্ষোভের খবর পেয়েও ঘটনাস্থলে যাননি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুর রকিব তুহিন। পরে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও পাশর্^বর্তী ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা ফিরে যান। বিক্ষোভকারীরা জানান, রমজানের আগ থেকে সোনারপাড়া এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দেয়।

স্থানীয় কাউন্সিলর আবদুর রকিব তুহিনের সঙ্গে বারবার যোগাযোগ করেও সমস্যার সমাধান হয়নি। রমজানে খাবার পানির সংকট আরও তীব্র হয়। কয়েক দিন টানা পানি না পেয়ে তারা রাস্তায় নেমে আসেন। 

এদিকে রাত সাড়ে ১১টা থেকে সোনারপাড়ার লোকজন ফরহাদ খাঁ পুলের কাছে সিলেট-তামাবিল সড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ শুরু করেন। রাত সাড়ে ১২টার দিকে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও পাশর্^বর্তী ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তারা খাবার পানির সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ফিরে যান।

সর্বশেষ খবর