মঙ্গলবার, ৪ মে, ২০২১ ০০:০০ টা

রাজশাহীতে ২০ হাজার মানুষ পাচ্ছে মেয়রের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীতে বসবাসরত গরিব, অসহায়, দুস্থ, নিম্নআয়ের ও ছিন্নমূল ২০ হাজার মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শহীদ এ এইচ এম কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশন এই উদ্যোগ নিয়েছে। গতকাল দুপুরে পিটিআই মাঠে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান ও জাহানারা জামানের পুত্র এবং সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, করোনাকালীন এই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহীতে কর্মহীন, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামী কয়েক দিন ধরে এটি নগরীর সব ওয়ার্ডে বিতরণ করা হবে। এর আগে পিটিআই মাঠজুড়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সারি সারি করে বসানো হয় ১২০০টি চেয়ার। সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে মাঠে প্রবেশ করে চেয়ারে বসেন উপকারভোগীরা। প্রতিটি চেয়ারের পাশে রাখা হয় একটি করে ঈদ উপহারের বিশেষ প্যাকেট। প্রতিটি প্যাকেটে আছে ৮ কেজি  চাল, ১ কেজি পোলাওয়ের চাল, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকারসহ ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর