বৃহস্পতিবার, ৬ মে, ২০২১ ০০:০০ টা

মিশন হাসপাতালের সামনে ভাগাড় নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের সামনে ভাগাড় নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে এ কর্মসূচি পালন করেন চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা। তারা অন্য কোনো স্থানে এই ভাগাড় স্থানান্তরের দাবি জানান।

নগরীর চন্ডিপুরে হাসপাতালের সামনে রাস্তার ধারে আগে থেকেই বাসাবাড়ির বর্জ্য ফেলে রাখা হতো। এখন সেখানে ময়লা-আবর্জনার একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ করছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। সোমবার কাজ শুরু হলে এলাকাবাসী ও মিশন হাসপাতালের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। কিন্তু নির্মাণ কাজ চলছে। এর প্রতিবাদে খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, গির্জা বাড়ি ও সিটি চার্চ মানববন্ধনের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মন্ডল। মানববন্ধনে বলা হয়, প্রথম দিন কাজে বাধা দেওয়ার পর আমরা মনে করেছিলাম তারা কাজ বন্ধ করবে। তা না হলে আমাদের এটা নিশ্চিত করবে যে, এই ভাগাড় স্বাস্থ্যকর। তারা আমাদের বোঝাতে পারেনি যে, এটা অত্যাধুনিক। বিশে^র কোনো দেশে হাসপাতালের সামনে ভাগাড় হয় না। 

সর্বশেষ খবর