রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অর্থ বণ্টনে মনিটরিং প্রয়োজন

জিয়াউদ্দিন বাবলু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, করোনার প্রকোপে অসহায় ও দুস্থ জনগণের মাঝে প্রধানমন্ত্রী বিপুল পরিমাণ নগদ অর্থ বরাদ্দ দিয়েছেন। কিন্তু সত্যিকারের অসহায় মানুষ এ অর্থ পাচ্ছে কিনা, বা সুষ্ঠু বণ্টন হচ্ছে কিনা তার জন্য মনিটরিং প্রয়োজন। ইতিমধ্যে এ অর্থের সুষ্ঠু বণ্টন নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল এক ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন বাবলু।

তিনি বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় আঘাতে দেশে যে প্রাণহানির ঘটনা ঘটেছে তার জন্য মানুষের অসচেতনতার পাশাপাশি সরকারের উদাসীনতাও দায়ী। সরকার এ বিষয়ে যখন কঠোর অবস্থান নিয়েছে, তার আগেই সংক্রমণ সারা দেশে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, সব সময় যেকোনো জাতীয় দুর্যোগ মোকাবিলায় জাতীয় পার্টি অগ্রণী ভূমিকা পালন করেছে। করোনা মহামারী মোকাবিলায় রাজনীতির ঊর্ধ্বে থেকে সম্মিলিতভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, জাতীয় পার্টি গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে সংগ্রাম করছে। দেশবাসীর অধিকার আদায়ে জাতীয় পার্টি মাঠে আছে এবং থাকবে। স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা, এম এ রাজ্জাক খান, লোকমান হোসেন ভূঁইয়া রাজু, তরিকুল ইসলাম বাবু প্রমুখ।

সর্বশেষ খবর