সোমবার, ১০ মে, ২০২১ ০০:০০ টা

লকডাউনের নামে সরকার বৈষম্য তৈরি করেছে : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

সরকার লকডাউনের নামে শ্রেণি বৈষম্য তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আজকে একদিকে চলছে মহামারী অন্যদিকে লকডাউন। কি ধরনের লকডাউন তাও জানি না। এটা খোলা থাকবে, ওটা খোলা থাকবে না। অর্থাৎ এখানেও স্বাস্থ্যবিধির ব্যাপারে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। গতকাল সকালে গরিব মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই অভিযোগ করেন। রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১ এর উদ্যোগে এই অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিলসহ দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদসামগ্রী বিতরণ কালে এ কথা বলেন।  আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম।

সর্বশেষ খবর