মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

সংঘাত ছেড়ে সম্প্রীতির দেশ গড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

কলহ-দ্বন্দ্ব-সংঘাত ও সন্ত্রাসমুক্ত সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি ও বন্ধুত্বের দেশ আহ্বান জানিয়েছে বাংলাদেশ বন্ধু সমাজের  নেতারা। এজন্য প্রতিবছর ২৩ নভেম্বর ‘হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবস’ হিসেবে উদযাপনের আহ্বান জানানো হয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের সভাপতি এফ. আহমেদ খান রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, ভাষা সৈনিক মঞ্জুরুল হক সিকদার, এনামুজ্জামান চৌধুরী,  অ্যাডভোকেট সুলতান আহমেদ খান, লিয়াকত আলী খান, পিপলস গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহম্মদ খান প্রমুখ।

 এম. গোলাম মোস্তফা ভুইয়া, সৈয়দ মুইনুজ্জামান লিটু, মঞ্জুর হোসেন ঈসা, সাংবাদিক নেতা ডি এম আমিরুল ইসলাম অমর, এইচ এম মনিরুজ্জামান প্রমুখ।

সর্বশেষ খবর